টঙ্গীতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
182
728×90 Banner
জাহাঙ্গীর আকন্দ : ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে টঙ্গীর দত্তপাড়া হাউজ বিল্ডিং নীলাচল রোডে ৪৮ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভা আয়োজন করা হয় ।
উক্ত আলোচনা সভায় ৪৮নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ শাহজাহান মিয়ার সভাপতিত্বে সদস্য সচিব ফয়েজ আহম্মেদ মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, সংরক্ষিত মহিলা আসনের এমপি বেগম শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, স্বাস্থ্য ও জনকল্যাণ বিষয় সম্পাদক জাকির হাসান খোকন।
আরো উপস্থিত ছিলেন, টঙ্গী থানা যুবলীগের সভাপতি এম এ সাত্তার মোল্লা, টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজু, ৪৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুল হক প্রধান লিটন, গাজীপুর মহানগর যুবলীগের নেতা মোঃ আরিফুর রহমান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও ৫৫ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মোঃ হাসান উদ্দিন প্রমুখ।
Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here