
সুজন সারোয়ার: গাজীপুরের টঙ্গীর মিলগেইট এলাকায় নুপুর এন্টারপ্রাইজ নামক এক ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোরে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। আগুনে দুইজন আহত হয়েছেন বলে জানা গেছে। পরে তাদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
আহতরা হলেন. টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মী মাসুদ রানা ও এরশাদ মিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান।
তিনি জানান, বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় নুপুর এন্টারপ্রাইজ নামক ঝুটের গুদামে আগুন লাগে। মূহুর্তেই আগুন ছড়িয়ে পরে পাশে থাকা বিশটি গুদামে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৪টি ও উত্তরা ফায়ার সার্ভিসের ৩ ইউনিটের আপদকালিন কর্মীরা ঘণ্টা ব্যাপি চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক ট্রান্সফরমার বিষ্ফোরনে সৃষ্ট এ অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা।
ক্ষতিগ্রস্থ গুদাম মালিক জামাল মিয়া বলেন,ভোরে হঠাৎ ট্রান্সমিটার বিষ্ফোরন হয়ে আগুন ধরে যায়। প্রথমে আমার গুদামে আগুন লাগে। পরে ফাযার সাভিসে খবর দেই।
