ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে মঙ্গলবার রাতে একটি ঝুট গুদামে আগুন লেগে মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ছাত্রলীগ নেতা বাপ্পীর টঙ্গী ন্যাশনাল টিউব কারখানা রোডে একটি ঝুটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টায় আগুন নিভিয়ে ফেলে। গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ জানা যায়নি।