ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিভিন্ন কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া পাল্টা ধাওয়া এবং অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গত বৃহস্পতিবার টঙ্গী ফাইসন্স রোডে এবংগত বুধবার টঙ্গী বিসিক সংলগ্ন পাগাড় সোসাইটি মাঠ এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, পাগাড় সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি গ্রæপের প্রতিষ্ঠান উইন্ডি অ্যাপারেলস লিমিটেড কারখানার নির্ধারিত ক্রেতাপক্ষ বুধবার সকালে গাড়িতে ঝুট লোড করে গন্তেব্যে রওনা দেয়। এর আগে থেকেই টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মÐল ঝুটের গাড়ি আটকাতে দলবল নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। ঝুট বোঝাই গাড়িটি কারখানা থেকে বেরিয়ে কিছু দূর যেতেই যুবদল নেতা নাজমুল গাড়ি থামিয়ে ঝুট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় ক্রেতাপক্ষের লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে যুবদল নেতা নাজমুল ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এতে ক্রেতাপক্ষের সাথে স্থানীয়রা যোগ দিয়ে ধাওয়া দিলে যুবদল নেতা নাজমুল দলবলসহ পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা এলাকায় টহল দেয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হলে তারা টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। যুবদল নেতা নাজমুল এলাকায় মাদককারবারেও জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। সরকার পরিবর্তনের পর নাজমুল চাঁদাবাজি ও মাদকের টাকায় গাড়ি কিনেছেন এবং নতুন বাড়ি নির্মাণ করছেন বলেও স্থানীয়রা জানান।
যোগাযোগ করা হলে যুবদল নেতা নাজমুল অভিযোগ অস্বীকার করে বলেন, স্থানীয় বিএনপির কর্মী হিসেবে আমার এলাকার লোকজন প্রতিষ্ঠানের ঝুট কিনতে গেলে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এদের সঙ্গে বিএনপির কিছু কর্মীও ছিল।
এদিকে কারখানাটির ঝুটের ক্রেতা কিবরিয়া খান জনি বলেন, কারখানার সাথে আমার ব্যবসায়িক চুক্তি হয়েছে, আমি কারখানাটির ওয়েস্ট্রেজ মালের বৈধ ক্রেতা। কারখানায় অতিরিক্ত ওয়েস্ট্রেজ জমে যাওয়ায় মালিকপক্ষের অনুরোধে আমার ক্রেতাপক্ষ (দ্বিতীয় পার্টি) বুধবার কারখানা থেকে মাল নিয়ে ফেরার পথে যুবদল নেতা নাজমুল দলবল নিয়ে বাধা দেয়। এসময় তারা গুলি ও কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে নাজমুল তদলবল নিয়ে পালিয়ে যায়।
উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমাদের ক্রেতাপক্ষ এসে গেটপাস নিয়ে যথারীতি মাল নিয়ে গেছেন। বাহিরে কী হয়েছে তা আমরা জানি না।’
এদিকে বৃহস্পতিবার টঙ্গী ফাইসন্স রোডের পপুলার ফার্মার ওয়েস্টেজ মাল নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ক্রেতাপক্ষ কারখানা থেকে মাল বের করছে এমন সংবাদ পেয়ে গাজীপুর মহাননগর বিএনপির সাবেক আহŸায়ক সালাউদ্দিন সরকারের লোকজন লাঠিসোটা নিয়ে কারখানার সামনে মহড়া দেয়। এসময় তারা ‘এই মুহূর্তে দরকার, সালাহ উদ্দিন সরকার’ শ্লোগান দেয়। মিছিলে অংশগ্রহনকারীদের বেশির ভাগই ছিল কিশোর বয়সী। তাদের মহড়া চলাকালে পপুলার কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, পাগাড় ও ফাইসন্স রোড এলাকায় ঝুট নিয়ে জামেলা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে তাতে সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি। গুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে বলেন, ‘আমরা এধরণের কোন খবর পাইনি, তবুও বিষয়টি খতিয়ে দেখছি।’