

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় তাহমিনা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বনমালা রেলক্রসিং এর কাছে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে রেললাইন দিয়ে ওই নারী তার ছেলেকে নিয়ে হাতে কাঁচা বাজার নিয়ে তার মামার বাসার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় ঢাকাগামী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ উপস্থিত হয়ে তার লাশ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ের ফাড়ির ইনচার্জ এসআই নুর মোহাম্মদ বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।
