
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নিহত আজুল হক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে স্থানীয় মধ্য আরিচপুর রেললাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। আজুল হক ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছোট সুনই গ্রামের কলিম উদ্দিনের ছেলে। তিনি টঙ্গী পাগাড় এলাকায় বসবাস করতেন।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, সন্ধ্যা ৭টার দিকে ওই এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন আজুল হক। এ সময় দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে ছিটকে পড়েন তিনি। এতে মাথা ও ডান পা থেঁতলে যাওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর পেয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। রেললাইনের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে ফাঁড়ি পুলিশকে খবর দেয়।
