ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে ট্রেনের ধাক্কায় জেসমিন আক্তার শান্তা (৩১) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে টঙ্গীর বনমালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ওই নারী পটুয়াখালী জেলার বাউফল থানার মান্দরবন গ্রামের আজিজের মেয়ে।
পুলিশ জানায়, বুধবার দুপুরে বনমালা এলাকায় রেললাইনে হাঁটছিলেন শান্তা। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী অগ্নিবীনা এক্সপ্রেস ট্রেনটি স্থানীয় বনমালায় ওই নারীর পেছন দিক থেকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশের সহকারী উপরিদর্শক (এএসআই) কামাল হোসেন বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু
