Daily Gazipur Online

টঙ্গীতে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধা নারীর মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ট্রেনের ধাক্কায় রাবেয়া ইসলাম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাবেয়া মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার নজরুল ইসলামের স্ত্রী। তিনি টঙ্গীর বউ বাজার আনারকলি রোড এলাকার কফিল উদ্দিনের বাড়িতে থাকতেন। টঙ্গী রেলওয়ে পুলিশ জানায়, সকাল সাড়ে ১০টার দিকে ভৈরবগামী ঢাকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান ওই বৃদ্ধা। রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।