Daily Gazipur Online

টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক :  গাজীপুরের টঙ্গী বৌ—বাজার এলাকায় আজ বুধবার বিকালে ঢাকা গামী ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে রেলওয়ে ফাঁড়ি পুলিশ। জানা যায়, বুধবার বিকালে টঙ্গী বৌ—বাজার এলাকায় রেল লাইন পার হচ্ছিলেন ওই যুবক। এসময় ঢাকা গামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। তবে নিহতের কোন পরিচয় মিলেনি। এ ব্যাপারে টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো: রফিকুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে লাশ উদ্ধারের বিষয়টি তিনি নিশ্চিত করেন।