

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুর ১২টার দিকে টঙ্গীর তিস্তা গেট এলাকা রেললাইন থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ওই যুবক রেললাইন দিয়ে হাঁটছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। পরে বুধবার সকালে স্থানীয়রা খবর দিলেপুলিশ এসে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই যুবকের পড়নে কালো টি—শার্ট ও প্যান্ট রয়েছে। তবে এখনো তাঁর পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। টঙ্গী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।
