টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

0
25
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গী বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ৬ বছর।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ট্রেনে কাটা পড়ে দুজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে। দুজন ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here