
জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত দুই নারী নিহত হয়েছে। রোববার মধ্যরাতে টঙ্গী পূর্ব আরিচপুর রেল ব্রিজ সংলগ্ন ও আরিচপুর গাজীবাড়ির রেললাইনে এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ২৫ ও অপর জনের ৬৫।
পুলিশ জানায়, রোববার রাত সোয়া ১২ টায় অজ্ঞাত এক নারী টঙ্গী পূর্ব আরিচপুর রেল ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামগামী আন্তঃনগর তূর্ণা নিশিতা ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে ২৫ বছর বয়সী ওই অজ্ঞাত নারী।
অপরদিকে, একই রাত সাড়ে ১০ টায় টঙ্গী আরিচপুর গাজীবাড়ি এলাকার রেললাইনের ওপর দিয়ে হেটে যাচ্ছিলেন বৃদ্ধ নারী। এসময় সিলেট হতে ঢাকাগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এর সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে তারও মৃত্যু হয়। বৃদ্ধ নারীর পড়নে লাল রংয়ের মধ্যে নীল ডোরা কাটা সুয়েটার ও মেরুন কালারের মধ্যে ছাপা সালোয়ার কামিজ ছিল। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ উভয়ের মৃতদেহ উদ্ধার করে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই নূর মোহাম্মদ খান জানান, উভয় মৃতদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এসব ঘটনায় ঢাকা রেলওয়ে থানায় পৃথক দু’টি মামলা হয়েছে বলেও জানান তিনি।
