
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীর রেল স্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আবদুল হান্নান নামে এক যুবকের পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর অবস্থায় টঙ্গী হাসপতালে আনা হলে ডাক্তাররা তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত যুবকের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার টঙ্গী স্টেশনে চলন্ত অবস্থায় ট্রেন থেকে নামার সময় এ ঘটনা ঘটে।
টঙ্গী রেলওয়ে পুলিশের এসআই রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়,আহত হান্নানকে পঙ্গু হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।
