ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর টঙ্গী পশ্চিম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি ছােড়া (চাকু) উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১১:৩০ টায় টঙ্গী পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে বেলমন্ট এর সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেোঃ আব্দুল কুদুস ছেলে মােঃ ইমরান(২৪), মৃত শহিদুল ইসলামের ছেলে মােঃ রতন(২৬) এবং মৃত বাচ্চু মিয়ার ছেলে মােহাম্মদ শফি(৩৬)।
বুধবার সকালে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মােঃ শাহ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাত গ্রেফতার
