টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধ ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে মা সমাবেশ ও র‌্যালি

0
334
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে ডেঙ্গু প্রতিরোধ ও ছেলে ধরা গুজবের বিরুদ্ধে গণসচেতনতামূলক মা সমাবেশ ও র‌্যালি মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মা সমাবেশ ও র‌্যালি সরকার নজরুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে সচেতনতামূলক বক্তব্য রাখেন টঙ্গী থানা শিক্ষা অফিসার শিখা বিশ্বাস, সহকারী থানা শিক্ষা অফিসার সুমাইয়া বিনতে শরীফ, আল-হেলাল স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহ, আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া খানম চৌধুরী, সহকারী শিক্ষক রওশন আরা খানম, শশীপুণ আক্তার, ফরিদা ইয়াসমিন প্রমুখ।
বক্তব্যে তারা বলেন, পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে এ কথা ভিত্তিহীন ও গুজব। কোন এক কুচক্রিমহল উন্নয়ন কাজে বাধা প্রদানের লক্ষ্যে এ গুজব ছড়িয়েছে। এছাড়া বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তুলার আহŸান জানান। এদিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পশ্চিম থানার উদ্যোগে গত ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত পদ্মা সেতুতে মানুষের মাথা ও রক্ত লাগবে বাস্তবতা বিবর্জিত, নিছক ভিত্তিহীন গুজব সংক্রান্ত গণসচেতনতা সপ্তাহ পালন করছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক জানান, টঙ্গীর বিভিন্ন এলাকায় সভা ও সেমিনারে এ গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here