
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে গত ২২ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত গত এক সপ্তাহে ১০জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তির খবর পাওয়া গেছে। (রেজিষ্ট্রার অনুযায়ী) ১০জন ডেঙ্গুরোগী শনাক্ত করা হয়েছে। এনিয়ে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
গত ২২ জুলাই স্থানীয় মধুমিতা রোডের কবির হোসেন (২৩) নামে এক রোগী ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরপর থেকে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তেই থাকে। হাসপাতালে ভর্তিকৃত অন্যান্য রোগীরা হলেন- পূর্ব আরিচপুরের তন্বি (১৭), শিলমুনের ওমর ফারুক (২৯), আমিরুল ইসলাম (২৪), মধুমিতা রোডের নারগিস আক্তার (৩৫), কলেজগেটের রাজন (২৬), দত্তপাড়ার লাবনী আক্তার (১৪), পাগারের মিজানুর রহমান (১৯), ভরানের বিলকিছ আক্তার (২০) ও নাসির উদ্দিন (৩০)।
টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে ভর্তি ডেঙ্গুজ্বরের রোগী ওমর ফারুক বলেন, ডেঙ্গু জ্বরের যন্ত্রণা খুবই কষ্টদায়ক। জ্বরের সময় শরীরের প্রতিটি গিঁটে গিঁটে প্রচন্ড ব্যথা হয়। শরীর অস্থির লাগে। এ সময় একা দাঁড়িয়ে থাকাও সম্ভব হয় না। আল্লাহ যেন কাউকে ডেঙ্গুজ্বর না দেয়।
স্থানীয় কলেজ রোড এলাকার বাসিন্দা মিনার হোসেন সরকার বলেন, টঙ্গীতে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে শুনে সন্তানদের নিয়ে আতঙ্কে রয়েছি।
এবিষয়ে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: পারভেজ হোসেন বলেন, ডেঙ্গুজ্বরের রোগী হিসেবে আমাদের হাসপাতালে গত একসপ্তাহে ১০জন ভর্তি হয়েছে। কিন্তু পরীক্ষা-নিরীক্ষার পর তাদের রক্তে ডেঙ্গুর জীবাণু পাওয়া যায়নি। এছাড়াও ডেঙ্গু প্রতিরোধে হাসপাতালের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন করে মশা নিধনের ওষুধ ছিটানো হয়েছে।
