টঙ্গীতে ডেভিল হান্ট অভিযানে আ.লীগের ১৯ নেতাকর্মী গ্রেফতার

0
25
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: ডেভিল হান্ট অভিযানে টঙ্গীর দুই থানায় ১৯ আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এরা সবাই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ এ তথ্য জানিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, রাতভর অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানায় গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল ইসলাম খোকা (৩৮), এলেম মিয়া (৫৩), শফিকুল ইসলাম ভুট্টু (৪৮), ওয়ালীউল্যাহ (২৭), আসিফ (২৪), হাবীব (৪৪), ইয়াসিন আরাফাত (৩৯), ও মো. বাবু (২৮)। এরা সকলেই আওয়ামী লীগের নেতাকর্মী। সদর থানায় দায়ের করা সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের আটক করে মারধরের মামলায় তাদেরকে চালান দেওয়া হবে।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, গতরাতে টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়েছে। টঙ্গী পূর্ব থানায় গ্রেফতারকৃতরা হলেন, নূর আলম (২৮), আব্দুর রহিম (৩৮), মোজাম্মেল হক (৫৫), আওলাদ হোসেন (৪৫), বাদল দে (৩৫) মো. স্বপন (৩৫), গিয়াস উদ্দিন (৪৪), মো. রুবেল (৩৫), আব্দুল মমিন (৩০), সিরাজুল ইসলাম (৪৬), সেলিম পাঠান (৫০)। তারা সকলেই সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ছাত্রদের ওপর হামলার ঘটনায় জড়িত।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here