

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীতে ডোবা থেকে অজ্ঞাত (৪৩) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে টঙ্গীর মরকুন এলাকার একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশটি ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে মরকুন এলাকার একটি ডোবাতে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখে পুলিশে খবর পাঠায় স্থানীয়রা। পরে পুলিশ ডোবার পানি থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তাৎক্ষণিক পরিচয় শনাক্ত করা যায়নি। উদ্ধারকৃত লাশটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।লাশটি পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল মরদেহের আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তার পরনে লুঙ্গি ছিল।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুস্তাফিজুর রহমান বলেন, মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।
