Daily Gazipur Online

টঙ্গীতে ডোবা থেকে লাশ উদ্ধার

মো: জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে একটি ডোবা থেকে অচেনা এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকার ডোবার মধ্যে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কালো চেক শার্ট ও কালো রঙের প্যান্ট পরা লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে হত্যার পর লাশটি ডোবায় ফেলে দেয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।