Daily Gazipur Online

টঙ্গীতে তাবলিগের সংঘর্ষে আহত একজনের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জোড় ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগ জামাতের দুই পক্ষের সংঘর্ষে টঙ্গীতে গত ১ ডিসেম্বর আহত একজন মারা গেছেন। গত বুধবার রাতে মারা যান বেল্লাল হোসেন (৫৫) নামে আরো এক ব্যক্তি। তিনি সংঘর্ষের পর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বলেন, নোয়াখালী জেলার বেল্লাল হোসেনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রায় এক মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। গত বুধবার রাত সোয়া ৯টার দিকে তার মৃত্যু হয়। তাবলিগের ওই সংঘর্ষে একজন সেদিনই নিহত হয়েছিলেন।

Print Friendly, PDF & Email