Daily Gazipur Online

টঙ্গীতে তুলার গুদামে আগুন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবার রাতে ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান জানান, টঙ্গীর মিলগেট এলাকার জনৈক আবুল হোসেনের একটি ঝুট গুদামে আগুন লাগে। পরে মুহুর্তের মধ্যে আগুন পাশের আরেকটি ঝুট গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ প্রাথমিক ভাবে জানা যায়নি।