

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে পিপলস সিরামিক্স ইন্ডাষ্ট্রিজ লিমিটেড কারখানা ও বাটা সু-কারখানার অস্থায়ী ও ক্যাজুয়াল শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে। পিপলস সিরামিক্স ইন্ডাষ্ট্রিজ কারখানার শ্রমিকরা ১১ দফা ও বাটা সু কারখানার শ্রমিকরা ৯ দফা দাবি আদায়ে রোববার সকালে কর্মবিরতি দিয়ে মহাসড়কে নেমে আসেন। বাটা সু-কারখানার শ্রমিকরা গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে এবং পিপলস সিরামিক্স কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেইট এলাকায় অবরোধ করে রাখে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন আটকে পড়ে।
শ্রমিকরা জানান, পিপলস সিরামিক্স কারখানার প্রায় ৬শতাধিক শ্রমিক বিভিন্ন পদে কাজ করছে। শ্রমিকদের অতিরিক্ত কাজ করানো হলেও সেই তুলনায় মজুরি দেওয়া হয় না। তাই তারা আন্দোলন ও কর্মবিরতি কর্মসূচি পালন করে। ২০১৫ সালের মজুরি কমিশন ও এরিয়া বিল কার্যকর করা, ইনক্রিমেন্ট কর্তন না করা, দৈনিক হাজিরা ভিত্তিক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৫৫০টাকা করা, কোথায় কোনো বৈষম্য না করা, ৬জন কর্মকর্তাকে বাধ্যতামূলক পদত্যাগ করা, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি দেওয়া, অন্যায়ভাবে কোনো শ্রমিককে চাকুরিচ্যুত না করা, সকল শ্রমিকদের চাকুরি স্থায়ীকরণ করা, নাইট এলাউন্স, হিট এলাউন্স, হেভিওয়েট এলাউন্সসহ উত্থাপিত দাবিগুলো অনতিবিলম্বে বাস্তবায়ন না করা হলে আন্দোলন ও কর্মবিরতি চলবে।
অপরদিকে টঙ্গী বাটা সু কারখানার শ্রমিকরা তাদের কারখানার মূলফটকের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। খবর পেয়ে টঙ্গী শিল্পপুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিনি নিয়ন্ত্রণে আনেন। এ সময় শ্রমিকরা ৭ দফা দাবী জানান। দাবীগুলো হচ্ছে- সাপ্তাহিক বেতন চাই না, মাসিক বেতন চাই, সরকারি ছুটি, মাসিক বেতন ১৫ হাজার টাকা করা, প্রতি ঈদে বেতনের অর্ধেক ঈদ বোনাস দেওয়া, কারণ ছাড়া নিজ নিজ ইচ্ছা মতো চাকরিচ্যুত না করা।
এবিষয়ে যোগাযোগ করা হলে গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন, শ্রমিকরা বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। শ্রমিকদের দাবিগুলো নিয়ে পুলিশের পক্ষ থেকে কারখানা কর্তৃপক্ষের সাথে আলোচনা হচ্ছে।
