টঙ্গীতে ধর্ষণ মামলা তুলে নিতে ভুক্তভোগীকে হুমকি দেওয়ার অভিযোগ

0
61
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও হত্যার হুমকি প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় রবিবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর এরশাদ নগর ২নং ব্লকে এক সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কিশোরীর মা মালা বেগম।
আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর মা মালা বেগম বলেন, গত ২৪ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন লেদু মোল্লা রোড এলাকার আমাদের ভাড়া বাসায় এরশাদ নগর এলাকায় ৪ ব্লকের বাসিন্দা আ:করিম মিয়ার ছেলে সাব্বির আমার বাসায় আসে। যেহেতু সাব্বির আমাদের দূর সম্পর্কের আত্মীয় সেই সুবাদে সাব্বির প্রায়ই আমাদের বাসায় যাতায়াত করতো। গত ২০ সেপ্টেম্বর এর দিকে জরুরি প্রয়োজন আমি গ্রামের বাড়ি যাই। যেহেতু আমাদের পরিবারে সবাই কর্মজীবী ঘটনার দিন ২৪ সেপ্টেম্বর রাতে সাড়ে ৮টার দিকে ঘরে শুধু আমার ১৫ বছর বয়সী মেয়েটি ছিলো। আমাদের পরিবারের সদস্যদের অবস্থান সম্পর্কে আমার মেয়ের কাছ থেকে অবগত হওয়ার পর সাব্বির আমার মেয়েকে হাত পা বেধে জোরপূর্বক ধর্ষণ করে। এর পর ২৬ তারিখ আমি গ্রামের বাড়ি থেকে আমার বর্তমান ভাড়াবাসা আসলে আমার মেয়ের শারীরিক অবস্থা খারাপ দেখে জানতে চাইলে সে ঘটনার বিস্তারিত বলেন এবং আমি থানা পুলিশকে লিখিতভাবে অভিযোগ করলে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযুক্ত সাব্বিরকে গ্রেপ্তার করে ও আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
এতেই ক্ষিপ্ত হয় সাব্বিরের বড় ভাই শামীম,শাহিন ও শাহিনুর প্রতিনিয়তই মামলাটি তুলে নিতে ভুক্তভোগী আমার মেয়েকে হত্যা করার হুমকি প্রদান করে আসছে। প্রতিনিয়তই স্থানীয় প্রভাবশালী মহল দিয়ে মামলা তুলে না নিলে এলাকা ছাড়াতে হুমকি দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদের বিচার চাই।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here