ডেইলি গাজীপুর প্রতিবেদক: মাত্র দুুই মাস আগে বিয়ে হওয়া এক গৃহ বধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। নিহতের নাম শিরিনা বেগম (২০)। বুধবার রাতে টঙ্গীর সাতাইশের খরতৈল এলাকার শাজাহান মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। তার স্বামীর নাম সাদ্দাম হোসেন। দেশের বাড়ি নরসিংদী জেলার সদর থানার ভগারগোত গ্রামে। কি কারনে শিরিনার মৃত্যু হয়েছে পুলিশ বা তার আত্মীয় স্বজনরা সঠিক কিছু বলতে পারছে না। মেয়ের মৃত্যুর খবর পেয়ে নরসিংদী থেকে ছুটে এসেছেন নিহত শিরিনার মা ফুলমালা বেগম। তিনি জানান, মাত্র দুই মাস আগে তার মেয়ের বিয়ে হয়েছে। স্বামী সাদ্দাম হোসেন তার কর্মস্থল টঙ্গীতে তার মেয়েকে নিয়ে ভালভালায় দাম্পত্য জীবন কাটাচ্ছিল। তিনিও তার মেয়ের মৃত্যুর কারন সঠিকভাবে বলতে পারছেন না। লাশ থানায়। টঙ্গী থানার ওসি এমদাদুল হক রাতে জানান, মৃত্যুর সঠিক কারন উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।