
জাহাঙ্গীর আকুন্দ : রবিবার টঙ্গীর দত্তপাড়া চানকীর টেক এলাকার একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। তার নাম কাকলী বেগম (২৫)। বাড়ির কেয়ার টেকার জানান, দুপুর গড়িয়ে গেলেও ঘরের দরজা না খোলায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে ঘর থেকে গলায় রশি দিয়ে ফাাঁস দেয়া ঝুলন্ত লাশটি উদ্ধার করে। কোন আত্মীয় স্বজন কাছাকাছি না থাকায় কাকলীর মৃত্যু রহস্য সম্পর্কে বিস্তারিত কেউ কিছু বলতে পারেনি। লাশ টঙ্গী পূর্ব থানায়।
