

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুর আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আসমা আক্তার (৩০) টঙ্গীর নিজ বাসায় আত্মহত্যা করেছেন। তিনি ২০১৮ সালে বারে যোগদান করেন। পাঁচ মাস আগে তার বিয়ে হয়। সোমবার (১৩ মে) বিকেলে টঙ্গীর মিরাশ পাড়ায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।নিহতের বাবার নাম হাফিজ উদ্দিন। টঙ্গী পূর্ব থানার মিরাশ পাড়া এলাকায় স্বামীর সঙ্গে বসবাস করতেন আসমা।
নিহতের পারিবারিক সূত্র জানায়, ২০১৯ সালের ২০ জানুয়ারি তিনি আইনজীবী হিসেবে গাজীপুর বারে যোগদান করেন।পাঁচ মাস আগে রায়হান পারভেজের সঙ্গে তার বিয়ে হয়। সোমবার বিকেল ৫টার দিকে আসমা টিনসেড ঘরে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। জানাজানি হলে তাকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কতর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আরফান আলী বলেন, আইনজীবী আসমা আক্তার আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আত্মহত্যার কারণ তদন্তে জানা যাবে।
