
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের বার্ষিক সাধারণ সভা শনিবার (১৪ডিসেম্বর) মিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের চেয়ারম্যান আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রি মো. জাহিদ আহসান রাসেল এম.পি। কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. মতিউর রহমান বি.কম মতির সঞ্চালনায় বক্তব্য রাখেন টঙ্গী থানা আওয়ামীলীগের সহ সভাপতি মো. মনির আহমেদ, নিউ মন্নু ফাইন কটন মিলসের চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ, ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, গাজীপুর মহানগর সেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন প্রমূখ।
সভায় গত এক বছরের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক। পরে শেয়ার হোল্ডারদের মাঝে লভ্যাংশের আয়-ব্যয় হিসাব দেয়া হয়। এবারের সাধারণ সভায় সকল পরিচালক ও শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য ব্যবস্থাপনা পরিচালক হিসেব মতিউর রহমান বি.কম পুনরায় নির্বাচিত হন। পরিচালনা পর্ষদের সদস্য হন এ কে এম শাহাবুদ্দিন, মো. নূর হোসেন, আঃ কুদ্দুস মিয়া, নূরুল আমিন ও আব্দুল মমিন।
