

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলস লিঃ ২২ তম বাষিক সাধারণ সভা সোমবার নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের চেয়ারম্যান, গাজীপুর সিটি করপোরেশনের ৫৫ নং ওয়াড কাউন্সিলার মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে এবং পরিচালক মোঃ হাসানুজ্জামান মল্লিকের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। বক্তব্য রাখেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মতিউর রহমান বিকম, নিউ মেঘনা টেক্সটাইল মিলের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ জাহিদ আল মামুন, ব্যাবস্হাপনা পরিচালক মোঃ সালা উদ্দন।
নিউ মন্নু ফাইন কটন মিলসের ব্যাবস্হাপনা পরিচালক আলহাজ্ব মোঃ মিজানুর রহমান, চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, মোঃ আহম্মদ উল্লাহ, টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোঃ মনির আহম্মেদ, টঙ্গীস্হ বৃহত্তর ময়মনসিংহ শ্রমজীবী পরিষদের সভাপতি জালাল উদ্দীন মাষ্টার, ৫৫ নং আওয়ামী লীগের আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা সিদ্দিকুর রহমান, খালেদ সাইফুল্লাহ সেলিম, হাজী মোহাম্মদ ইয়াসিন মিয়া, মেইল গেইট কো অপারেটিব মার্কেট পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন, গাজীপুর মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসা নজমা হোসেন, টঙ্গী পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আয়েশা আক্তার আশা,টঙ্গী পশ্চিম থানা ছাত্রলীগের সভাপতি শফিক তালুকদার, সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ নীরব প্রমুখ। এসময় উপস্থিত শেয়ার সদস্য গণের ভোটের মধ্যে দিয়ে মোঃ মতিউর রহমান, মোঃ আবুল হাসেম,মোঃ হাসানুজ্জামান মল্লিক, মোঃ আহম্মদ উল্লাহ পরিচালক হিসাবে পুনঃ নির্বাচিত হয়েছেন।
