Daily Gazipur Online

টঙ্গীতে নিউ মন্নু ফাইন কটন মিলস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অলিদুর রহমান অলি, গাজীপুরঃ গাজীপরের টঙ্গী নিউ মন্নু ফাইন কটন মিলস-এর ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে মিলগেটের মন্নু মিলস প্রাঙ্গণে তা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত শেয়ার হোল্ডারদের মাঝে গত একবছরে মিলসের আয়-ব্যয়ের লিখিত হিসাব পাঠ করে শোনানো হয়।
নিউ মন্নু ফাইন কটন মিলসের চেয়ারম্যান হারুন-অর-রশিদের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক হাজী মো. মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নিউ অলিম্পিয়া টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মতিউর রহমান বি.কম, টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম, মনির আহমেদ। পরে বীর মুক্তিযোদ্ধা হাজী মফিজ উদ্দিন, সাইফুল ইসলাম, হাজী নাসির উদ্দিন, আওলাদ হোসেন ও আব্দুস সালামকে নিউ মন্নু ফাইন কটন মিলস-এর পরিচালক পদে নির্বাচিত করা হয়।