
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে নিজ কন্যাকে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ
গাজীপুরের টঙ্গীতে পিতা কর্তৃক দুই বছর যাবৎ নিজ কন্যা (১৪)কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা রমজান আলী(৩৮)কে আটক করেছে পুলিশ। অভিযুক্ত রমজান আলী টঙ্গীর এরশাদ নগর এলাকার ৮নং ব্লকের মৃত. আসলাম আলীর ছেলে।
ধর্ষিতা জানান, আমার মা আমার বাবার অত্যাচার সহ্য করতে না পেরে আমার যখন দশ বছর বয়সের আমায় ফেলে চলে যায়। আমার বাবা দীর্ঘদিন ধরে বৈদ্যুতিক মিস্ত্রী হিসেবে কাজ করে জীবন যাপন করে আসছে। দুই বছর আগে আমার বাবা আমার সাথে রাত্রি যাপন করে। এ সময় বাবা আদর করার ছলে আমাকে কাছে টানলে আমি বাধা দিলে বলে, তুমি সৎ না অসৎ সেটা একটু পরীক্ষা করে দেখবো বলে আমাকে মুখে গামছা বেধে ধর্ষণ করে। ঘটনাটি আমার ফুফুকে জানালে পারিবারিক ভাবে বিষয়টি সমাধান করা হয়। পরে পারিবারের সিন্ধান্তে সাভারের একটি মাদ্রাসায় আমাকে সপ্তম শ্রেণীতে ভর্তি করে দেওয়া হয়। এ পরও থামেনি এ নির্যাতন। মাদ্রাসা ছুটিতে বাড়িতে এলে বাবা প্রায়ই আমাকে ধর্ষণ করতো বলে অভিযোগ করে এ কিশোরী।
গত বুধবার বাৎসরিক পরীক্ষা শেষে বাড়িতে এলে ফের ধর্ষণ করে পাষান্ড এ পিতা। অত্যাচার সয্য করতে না পেরে শুক্রবার রাতে থানায় অভিযোগ করলে টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম অভিযুক্ত পিতা রমজান আলীকে আটক করে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.কামাল হোসেন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন,এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।
