Daily Gazipur Online

টঙ্গীতে নিন্ম আয়ের মানুষের মাঝে রোজার সামগ্রী দিল আঁধারের আলো ফাউন্ডেশন

ডেইলি গাজীপুর প্রতিবেদক : মহামারী করোনাকালের দ্বিতীয় ধাপের শুরু থেকেই মাসব্যাপীর কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গীতে নিন্ম আয়ের ছিন্নমূল মানুষের মাঝে রোজার সামগ্রী বিতরণ করছে সামাজিক সেবা সংগঠন আঁধারের আলো ফাউন্ডেশন।
শুক্রবার বিকালে সিটি কর্পোরেশনের ৫৪নং ওয়ার্ডস্থ মোল্লাবাজার এলাকায় আঁধারের আলো ফাউন্ডেশনের আয়োজনে নিন্ম আয়ের ছিন্নমূল মানুষের মাঝে এসব রোজার সামগ্রী তুলে দিল সংগঠনটির চেয়ারম্যান, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: আক্তার হোসেন সরকার।
এ সময় ফাউন্ডেশনের সদস্য হৃদয় সরকার, নূরুজ্জামান, শাকিব হোসেন, মো: আব্দুল্লাহ, শেখ সিয়াম, নাজমুল হাসান সাকিব, আলবি হোসেনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কায্যকর্মের বিষয়ে মো: আক্তার হোসেন সরকার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষকে মুক্ত করার জন্য মুক্তিযোদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন আমার পিতা। আমি সেই বীরমুক্তিযোদ্ধা পিতার সন্তান। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বঘোষিত যতই দুরযোগ আসুক না কেন এই দেশের মানুষ না খেয়ে মরবে না। তার সেই ঘোষনা অনুযায়ী গাজীপুরের মাটি ও মানুষের জননেতা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপি মহোদয়ের নির্দেশে ও গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক অসহায় মানুষের বন্ধু কামরুল আহসান রাসেল সরকারের সর্ব পরামর্শে আধাঁরের আলো ফাউন্ডেশনের আয়োজনে সবসময়ই আমরা মানবের সেবা করে যাবো। ইনশাল্লাহ।
উল্লেখ্য, করোনা মহামারীর প্রথম ধাপ থেকে শুরু করে অদ্যবধি দ্বিতীয় ধাপে সূচনা লগ্ন থেকে এ যাবত সাধারণ মানুষের মাঝে খাদ্যসহ করোনার সুরক্ষা সামগ্রী মাক্স, হ্যান্ডসেনিটাইজার বিতরণ করে যাচ্ছে আঁধারের আলো ফাউন্ডেশন। এছাড়াও পবিত্র মাহে রমজানের শুরু থেকে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রতিদিনই প্রায় ১শত জনের মাঝে রোজার সামগ্রী বিতরণের অংশ হিসেবে গতকাল শুক্রবার প্রায় ৫০ জনের মাঝে ছোলা ডাল মুড়ি পেয়াজসহ রোজার বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।