মোঃ শাহজালাল দেওয়ান : গাজীপুর মহানগরের ৪৩ নং ওয়ার্ড পাগাড় নুর মোহাম্মদ খান স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট শহীদ ওমর আলী স্মৃতি সংসদ বনাম নাইন স্টার বয়েজ ক্লাব এর মধ্যে ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । ২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর পাগাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব আসাদুর রহমান কিরনের সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল ভিডিও বার্তায় বক্তব্য রাখেন গাজীপুর ২ আসনের সংসদ্য যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি,ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম মোল্লা,জাতীয় দলের সাবেক ফুটবলার ও কোচ হাফিজ উদ্দিন,টুর্ণামেন্ট পরিচালনা কমিটি সদস্য সচিব সৈয়দ রয়েল হায়দার,টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক,গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আব্দুর রশিদ ভুইয়া আলহাজ্ব ইউছুফ পাঠান,আওলাদ হোসেন বাদল,যুবলীগ নেতা মামুনুর রশিদ টিটু,লুৎফর রহমান,আলমগীর হোসেন,ছাত্রলীগ নেতা কামরুজ্জামান খান সুমন ও আতিক হাছান অনিক প্রমুখ ।
৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোক্তার হোসেন সোহেল এর সঞ্চালনায় ফাইনাল খেলার পূবে শুভেচ্ছা বক্তব্য রাখেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের তরুন সমাজ সেবক ও নুর মোহাম্মদ খান স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট এর প্রধান সমন্বয়কারী খালেদুর রহমান রাসেল । এর পর জাতীয় সঙ্গীত পরিবেশন,যুব কল্যান ঐক্য পরিষদ ও জাতীয় দলের সাবেক খেলোয়ার তুহিনের অকাল মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। প্রধান অতিথি গাজীপুরের ২ আসনের সংসদ্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি ভার্চুয়াল ভিডিও বার্তায় তার বক্তবে বলেন এমন একটি সুন্দর খেলা উপহার দেওয়ার জন্য খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং সুন্দর ও সুচ্ছিঙ্গল ভাবে খেলা উপভোগ করার জন্য সকল দর্শকদের আহবান জানায়। নুর মোহাম্মদ খান স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিরতণ অনুষ্ঠোনের সভাপতি আলহাজ্ব আসাদুর রহমান খান কিরন বলেন,শহীদ আহসান উল্লাহ মাস্টার এর উত্তরসূরী গাজীপুর -২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এম.পি’ শেখ হাসিনা’র নেতৃত্বে জাতীয় ক্রীড়াঙ্গনে নবজাগরণ সৃষ্টি করেছেন। যার ধারাবাহিকতায় আজ গাজীপুর মহানগরের প্রত্যন্ত অঞ্চলে এতবড় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হচ্ছে এজন্য তিনি গাজীপুর মহানগরের ৪৩ নং ওয়ার্ডের পক্ষ থেকে যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এম.পি শুভেচ্ছা ও অভিনন্দন। ফাইনাল খেলায় শহীদ ওমর আলী স্মৃতি সংসদ ১-০গোলে নাইন স্টার বয়েজ ক্লাবকে পরাজিত করে শিরোপা অর্জন করে। অতিথি, খেলা কমিটির সদস্য,রেফারি ও সেরা খেলোয়ারদের ক্রেস্ট প্রদান, খেলোয়ারদের মেডেল ও ট্রফি চ্যাম্পিয়ন ও রানাআপ টিমকে পুরস্কার প্রদানের মধ্য দিয়ে সমাপ্ত হয় নুর মোহাম্মদ খান স্মৃতি মিনি ফুটবল টুর্ণামেন্ট এর আসর।