ডেইলি গাজীপুর প্রতিবেদক : কারা নির্যাতিত জাতীয়তাবাদী কেন্দ্রীয় যুবদলের সাবেক শিল্প বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুল ইসলাম সরকারের মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বিকেলে টঙ্গীর নতুন বাজার ক্যাপরি সিনেমা হলের সামনে থেকে মিছিলটি বেড় হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দখল করে বিক্ষোভ মিছিল করেন গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী।
এ সময় বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম সরকারের ছেলে শাহনুর রহমান রনি সরকার।
এ সময় রনি সরকার বলেন, অন্যায় ভাবে আমার বাবাকে দীর্ঘ ২০ বছরের বেশি সময় ধরে কারাগারে রাখেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার।
আমার বাবা সম্পূর্ণ নির্দোষ। আওয়ামী লীগ সরকার সবজায়গা দলীয়করণ করে রেখেছেন। আমাদের এই ক্যাপরি সিনেমা হল ও আশ পার্শ্বের জায়গায় দখল করার জন্য রাসেলের চাচা শীর্ষ সন্ত্রাসী মতি বাদি হয়ে এ মামলা করেন।
এ সরকারের কাছে প্রত্যাশা আমার নিরপরাধ বাবাকে যেন মুক্তি দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির বৃহত্তর টঙ্গী থানা সাবেক সাংগঠনিক সম্পাদক আলী মুহাম্মদ টুটুল, বিএনপি নেতা কামরুল ইসলাম কামু, শেখ মানিক, সেচ্ছাসেবক দলের সাবেক সানজিদ আহমেদ মিঠুন, খুরশেদ আলম,মো.সিরাজসহ বিএনপি ও অঙ্গ সংগঠন বিপুল সংখ্যক নেতা কর্মীরা।