
ডেইলি গাজীপুর প্রতিবেদক :গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় রেল স্টেশন এলাকায় স্বেচ্ছাসেবী ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে পথশিশুদের খাদ্য বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)এর মহাসচিব এম এ মমিন আনসারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বাসকপ)এর যুগ্মমহাসচিব ও মুখপাত্র বি এম আশিক হাসান, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভন, দৈনিক মুক্ত বলাকার স্টাফ রির্পোটার মো: ইসমাইল হোসেন আমিনুল,বিশ্ব বাঙ্গালী বন্ধন এর বাংলাদেশ সমন্বয় স্বপ্না ইসলাম,গাজীপুর মহানগর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মুনসুর শেখ, আরো উপস্থিত ছিলেন সমাজের জন্য আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার যুগ্ম-সচিব শফিকুল ইসলাম শেখ, অতিরিক্ত পরিচালক শফিকুল ইসলাম চৌধুরী, নাট্যকর্মী কিরণ ঘোষ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাবিব চৌধুরী। তিন শতাধিক পথ শিশুদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
