
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিজিএমইএ ও বিকেএমইর নির্দেশনা অনুযায়ী তৈরি পোশাক কারখানা বন্ধ না দেওয়ায় শনিবার সকালে শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। টঙ্গীর সাতাইশ এলাকার বেইস ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকরা দাবি জানিয়ে বিক্ষোভ করে। পোশাক খাতের শ্রমিকদের বিশেষ নিরাপত্তায় মালিকপক্ষ কোনো ভূমিকা না রাখায় শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে। কারখানাটি বর্তমানে মাস্ক ও পিপিই উৎপাদন করে আসছে।
শ্রমিকরা জানান, কারখানায় নিরাপদে হাত ধোয়া, পয়নিঃষ্কাশন, মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করা কিংবা বেশি বেশি পানি খাওয়াসহ হাইজিন রক্ষার যাবতীয় নিয়ম পালন করার সুযোগ নেই। শ্রমিকরা অপরিচ্ছন্ন হাতে মেশিন ও অন্যান্য দ্রব্য স্পর্শ করছেন এবং আতঙ্ক নিয়ে কাজ করছেন। তবে নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত হলে শ্রমিকরা কাজ যোগ দেবেন।
গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের টঙ্গী থানা শাখার সভাপতি ডলি আক্তার জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে পোশাক কারখানার শ্রমিকের জীবন এবং শিল্পখাত রক্ষায় সব পোশাক কারখানা সাময়িকভাবে বন্ধ অথবা নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করে চালু রাখার দাবি জানান।
