Daily Gazipur Online

টঙ্গীতে পোস্টার লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সাতাইশ শরীফ মার্কেট এলাকায় একটি মাদ্রাসার পোস্টার লাগাতে গিয়ে সাদিকুল ইসলাম (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সাদিকুল ইসলাম নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার মধ্যবাগান গ্রামের হাসান আলীর ছেলে।
জানা যায়, শুক্রবার দুপুরের দিকে নিহত সাদিকুলসহ কয়েকজন নির্মাণ শ্রমিক মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসার পোস্টার লাগাতে সাতাইশ শরীফ মার্কেট এলাকার জনৈক ফিরোজ খানের ভবনে উঠে। ভবনের পশ্চিম ও উত্তর পাশের অংশের পোস্টার স্বাচ্ছন্দে লাগাতে সক্ষম হলেও ভবনের মাঝের অংশে পোস্টার লাগাতে এসে বাধে-বিপত্তি। বৈদ্যুতিক ৩৩ হাজার ভোল্টের তারের সাথে জড়িয়ে পড়ে সাদিকুল। বেশ কিছু সময় বৈদ্যুতিক তারে ঝলসে নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানা ওসি শাহ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।