টঙ্গীতে প্রখ্যাত শ্রমিক নেতা আবদুর রশিদ ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

0
106
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর সৎ সাহসী প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুর রশিদ ভূঁইয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আব্দুর রশিদ ভুঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বুধবার টঙ্গীর নোয়াগাঁও তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আব্দুর রশিদ ভূঁইয়া মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি ও সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম শামসুন্নাহার ভূঁইয়ার অসুস্থতা জনিত কারণে সভাপতিত্ব করেন মফিজুল ইসলাম খান, আলোচনা সভার সঞ্চালনা করেন শেকানুল ইসলাম শাহী। সভায় বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক গাজীপুর মহানগর আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলহাজ¦ মো: শহীদ উল্লা মিয়া, এডভোকেট শাহাদাত হোসেন ভূঁইয়া, এডভোকেট শওকত আলী, এডভোকেট সুনীল কুমার সরকার মিন্টু, কামরুজ্জামান হেলাল, মেহেদী হাসান সুমন, মো: জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম,জুলেখা আক্তার ঝুমুর সহ প্রমুখ নেতৃবৃন্দ।
আলোচনা পূর্বক প্রখ্যাত শ্রমিক নেতা বীরমুক্তিযোদ্ধা আবদুর রশিদ ভূঁইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, আব্দুর রশিদ ভুঁইয়া মেমোরিয়াল ট্রাস্ট, সম্মিলিত সাংষ্কৃতিক জোট,বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন,গণতন্ত্রী পার্টি গাজীপুর মহানগর, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র টঙ্গী , টঙ্গী রেলওয়ে শিশু নিকেতন, মহিলা শ্রমিক লীগ টঙ্গী ও গাজীপুর মহানগর , টঙ্গী নির্মাণ শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ টঙ্গী ও গাজীপুর মহানগর শাখা কমিটিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here