টঙ্গীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা

0
211
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নি¤œ আয়ের ১ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলীম মোল্লা। আজ শনিবার সকাল ১০টা থেকে ৫২নং ওয়ার্ডের ভাদাম, মুদাফা, তিলারগাতী এলাকার ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাজীপুর মহানগর শাখার সভাপতি রমজান আলী মোল্লা, টঙ্গী পশ্চিম থানা কৃষকলীগের সভাপতি হাজী মো: মোছলেম উদ্দিন, সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদী, সাংগঠনিক সম্পাদক হাজী মোখলেছুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের পানি শাখার কর্মকর্তা হাজী আব্দুর রশিদ খান, সহকারী প্রকৌশলী যান্তিক ইঞ্জিনিয়ার মনির হোসেন, ৫২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা হাজী মো: ইয়াছিন, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শাহিদা কাদের, আবুল হাশেম, আবুল কাশেম, যুবলীগ নেতা সৈয়দ কামাল হোসেন, বিল্লাল হোসেন, ছাত্রলীগ নেতা নূর মোহাম্মদ শামীম প্রমুখ।
ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫২নং ওয়ার্ড কাউন্সিল আব্দুল আলীম মোল্লা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এড. আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক,গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাই। আমার ওয়ার্ডে ১৭শ’ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী নি¤œ আয়ের মানুষের মাঝে পৌঁছে দিয়েছে। আমি তাদের নির্দেশে এই ১৭শ’ মানুষের মাঝে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছি। এ যাবত ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিয়েছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here