Daily Gazipur Online

টঙ্গীতে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর শাহ্ আলম রিপন

নাসির উদ্দীন বুলবুল: টঙ্গীতে করোনা ভাইরাসের কারণে লকডাউনে থাকা ঘরবন্ধি নিম্ন আয়ের ২ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহ্ আলম রিপন। শনিবার বিকেলে পূর্ব আরিচপুর বৌ-বাজার এলাকায় কাউন্সিলরের কার্যালয়ে ২ হাজার ৫০০ অসহায় পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফেরদৌসী জামান ফিরু, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ইসমাইল হোসেন বাবু ও সাধারন সম্পাদক শহীদ গাজী, গাজীপুর জেলা যুলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কবির উদ্দিন বেপারী, টঙ্গী ক্লাবের সাধারন সম্পাদক মাকসুদুর রহমান মাইভী, সিডিসি নেত্রী সালমা খান, রজব আলী ভূঁইয়া, মাওলানা রিয়াদুল ইসলামসহ গন্যমান্য ব্যক্তি বর্গ।


ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৫নং ওয়ার্ড কাউন্সিল মোঃ শাহ্ আলম রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে ধন্যবাদ জানাই। আমার ওয়ার্ডে করোনা ভাইরাস সংক্রমণের কারণে অসহায় কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী পৌঁছে দিয়েছে। আমি তাদের নির্দেশে অসহায় মানুষের মাঝে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা করছি।