
গাসিক কাউন্সিলরের বিরুদ্ধে থানায় জিডি
ডেইলি গাজীপুর প্রতিবেদক: প্রধানমন্ত্রী কর্তৃক অনুদানপ্রাপ্ত পরিবারের সদস্যদেরকে হত্যার হুমকির ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলররের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরী হয়েছে। অনুদানপ্রাপ্ত পরিবারের কর্তা ব্যক্তি মনির আহমেদ মজুমদার গত বুধবার বাদী হয়ে গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর ৪৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা মাজহারুল ইসলাম দীপুর বিরুদ্ধে জিডি নং-২৭২ করেন। এব্যাপারে মনির আহমেদ বৃহস্পতিবার টঙ্গী পূর্ব থানা গেটের একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার বড় ছেলে সুমন মজুমদার আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার অন্যতম সাক্ষী হওয়ায় তাকে (সুমনকে) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুমন হত্যাকান্ডের ইন্দন দেওয়াসহ তার পরিবারের সদস্যদেরকে বিএনপি নেতা মৃত আবদু মিয়ার ছেলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মাজহারুল ইসলাম দিপু ও তার সহযোগী নূর নবী আনসারী নবীন বিভিন্নভাবে হয়রাণী ও ক্ষতিগ্রস্ত করে আসছেন। তাকে ও তার পরিবারের সদস্যদেরকে মাদক ব্যবসায় জড়িয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বর্তমানে কাউন্সিলর দীপু ও তার সমর্থক নূর নবী আনছারি নবীনসহ তাদের সমর্থকেরা তাকে ও তার ছেলেসহ পরিবারের সকল সদস্যকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন। এমনকি তাকে তার ছোট ছেলে মামুনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বিএনপির সময় ব্যাপক নির্যাতন ও গুম খুনের শিকার হওয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের শান্তনা দিতে তখন তার বাড়িতে যান এবং সম্প্রতি তিনি তার পরিবারকে ১০ লাখ টাকার অনুদান দেন বলেও মনির আহমেদ জানান।
