Daily Gazipur Online

টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

আলমগীর সিকদার : টঙ্গীতে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন উপলক্ষে শনিবার বিকালে গাজীপুর মহানগরের ৫৩নং ওয়ার্ডের বড় দেওড়া এলাকাস্থ জামান মেমোরিয়াল একাডেমির প্রাঙ্গণে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক উপ কমিটির অন্যতম সদস্য মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর আয়োজনে আলোচনা সভা, কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আয়োজক মোঃ মোস্তফা কামাল হুমায়ুন হিমুর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন টঙ্গী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কালিমুল্লাহ ইকবাল, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক হাজী আহছান উল্যাহ, শিক্ষানুরাগী আলহাজ্ব হাবিবুর রহমান, টঙ্গী থানা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন দুদু, গাজীপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ফাতেমা বেগম, আওয়ামী লীগ নেতা হাজী হোসেন উদ্দিন, সুন্দর আলী, আব্দুস সালাম মাতবর, জালাল উদ্দিন, আবুল বাশার খোকন, মোজাম্মেল হক, সালাউদ্দিন খোকন, আব্দুর রব, কামাল হোসেন, আবুল হোসেন পাটোয়ারি, তোফাজ্জল হোসেন, আব্দুর রশীদ মাস্টার, আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘয়ায়ু কামনায় দোয়া পরিচালনা করেন ডাঃ রুহুল আমিন। পরে কেক কাটা উপস্থিত সকলের মাঝে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।