

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে বান্ধবীর বাসায় সন্তান রাখার পর নিজ বাসা থেকে সুমি আক্তার এলবি (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার মরকুন বেপারিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুমি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার সাহেবগঞ্জ গ্রামের মনু মিয়ার মেয়ে।
নিহতের স্বজনদের বরাত দিয়ে টঙ্গী পূর্ব থানার এসআই লিটন শরীফ জানায়, সুমি আক্তারের স্বামী প্রায় এক বছর ধরে দুবাইয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন। স্বামী প্রবাসে যাওয়ার পর থেকে সুমি দুই সন্তানকে নিয়ে মরকুন বেপারিপাড়া এলাকায় জনৈক মুজাহিদের বাড়ির ভাড়া বাসায় থাকতেন।
বুধবার বিকালে সন্তানদের নিয়ে সুমি মিরাশপাড়াস্থ তার বান্ধবী তাসলি তানহার বাসায় যান। রাত সাড়ে ৮টার দিকে দুই সন্তানকে বান্ধবীর বাসায় রেখে নিজের ভাড়া বাসায় চলে আসেন তিনি। পরে রাত ১০টার দিকে বান্ধবী সুমির মোবাইলে কল দিয়ে ফোন বন্ধ পাওয়া যায়।
পরে তার বাসায় গিয়ে রুমের দরজা বন্ধ দেখে বাহির থেকে ডাকাডাকি করতে থাকেন। কোনো সাড়াশব্দ না পেয়ে বাড়ির মালিকের কাছ থেকে চাবি নিয়ে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করে সুমির ঝুলন্ত লাশ পান তারা।
পরে বাড়ির মালিকসহ আশপাশের লোকজন জড়ো হয়ে থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
তিনি আরও জানান, নিহতের স্বামী প্রবাসে থাকার কারণে হয়তোবা সুমি পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি তার স্বামী জেনে ফেলায় উভয়ের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। এ বিষয়ে মতবিরোধের জেরে সে আত্মহত্যা করতে পারে বলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।
