

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ডেসকোর প্রিপেইড বিদ্যুৎ মিটারে অতিরিক্ত বিল কাটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বুধবার টঙ্গী চেরাগআলী ডেসকো অফিসে গ্রাহকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বাসাবাড়ি, দোকানপাট, কলকারখানার প্রিপেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি কাটা নিয়ে বিদ্যুৎ গ্রাহকরা তাদের অভিযোগ তুলে ধরেন স্থানীয় ডেসকো কর্তৃপক্ষের কাছে। গ্রাহক সমাবেশে টঙ্গী ডেসকোর পক্ষ থেকে উপস্থিত থেকে গ্রাহকদের অভিযোগের জবাব দেন টঙ্গী ডেসকো সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সায়েদুর রহমান, টঙ্গী পশ্চিমের নির্বাহী প্রকৌশলী শেখ সাইফুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী কামরুল ইসলাম।
টঙ্গী ডেসকো প্রধান প্রকৌশলী সায়েদুর রহমান গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, বিদ্যুতের প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটা হয়নি। এপ্রিল মাসে এরিয়ার বিল যুক্ত হওয়ায় স্বাভাবিকের চাইতে প্রিপেইড মিটারে বেশি টাকা কাটায় গ্রাহকদের সাথে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। অনেক গ্রাহক বিদ্যুতের ট্যারিফ স্লাব না জানার কারনেও অতিরিক্ত বিলের অভিযোগ করেছেন।
অতিরিক্ত বিল কাটা নিয়ে গ্রাহকদের নানা প্রশ্নের জবাবে টঙ্গী ডেসকোর কর্মকর্তারা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ বিল বাড়ানো হয়। এপ্রিল মাসে এসে ফ্রেব্রুয়ারি, মার্চ, এপ্রিল ৩ মাসের বাড়তি বিল এপ্রিল মাসে এক সাথে সমন্বয় করার কারনে বিল বেশি কাটার ঘটনা ঘটেছে। এতে এপ্রিল মাসে বিদ্যুৎ গ্রাহকরা প্রিপেইড মিটারে অতিরিক্ত বিল পরিশোধ করতে গিয়ে দিশেহারা হয়ে পড়ার অভিযোগ তোলেন।
