
ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর খ্যাতনামা সমাজকর্মী, শিক্ষানুরাগী প্রয়াত শিক্ষাদরদী আলহাজ্ব মোঃ সালামত উল্যাহ মাস্টারের ৮৪তম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। বিভিন্ন সংগঠন মরহুমের জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।
এ উপলক্ষে রবিবার দুপুরে টঙ্গীর বড় দেওড়াস্থ জামান মেমোরিয়াল একাডেমি প্রাঙ্গণে মরহুমের পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান সমাজকর্মী, শিক্ষানুরাগী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য, জননেতা মোস্তফা কামাল হুমায়ুন হিমু, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য অহিদুল হক সাগর, তেজগাঁও কলেজের অধ্যাপক ডঃ অধীর চন্দ্র সরকার, জাতীয় সাংবাদিক সোসাইটির মহাসচিব নাসির উদ্দিন বুলবুল, শিক্ষানুরাগী প্রভাষক নুসরাত জাহান, আওয়ামী লীগ নেতা কামাল হোসেন, মুজিবুর রহমান মাস্টার, আকতার হোসেন দুদু, সাংবাদিক মহিউদ্দিন সরকার,সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক শাহজাহান শোভন, উজ্জ্বল লস্কর, টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক নাজমুল হক জিহাদি, শিক্ষক শাহিদা আকতার, শ্রমিক নেতা মুজিবুর রহমান, সমাজকর্মী নাজিম উদ্দিন, মোঃ জালাল উদ্দিন, মোশারফ হেসেন, ডাঃ রুহুল আমিন, মোজাম্মল হক, নুরু সরকার আবুল বাসার খোকন প্রমুখ।
