জাহাঙ্গীর আকন্দ:গাজীপুরের টঙ্গীতে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। শনিবার দিবাগত রাতে নগরীর বড় দেওড়া ও গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, লাবু হাওলাদার (৩৮) ও আশা (২৭)। দুজনেই টঙ্গী পশ্চিম থানা এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন।
টঙ্গী পশ্চিম থানার উপ পরিদর্শক মনির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বড় দেওড়া ফকির মার্কেট চন্ডিতলা এলাকার জনৈক নুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে আসামী লাবুকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে গাজীপুরা এলাকা থেকে অপর আসামী আশাকে মাদকসহ গ্রেফতার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ আলম বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গীতে ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার
