Daily Gazipur Online

টঙ্গীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন টঙ্গী পূর্ব থানা আহবায়ক কমিটির পরিচিতি সভা

ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে বঙ্গবন্ধু ফাউন্ডেশন টঙ্গী পূর্ব থানা আহবায়ক কমিটির পরিচিতি সভা শুক্রবার নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে টঙ্গী পূর্ব থানার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক মো: হোসেন আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মো: আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মো: জাহিদ আহসান রাসেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ আই আহম্মেদ জুয়েল, যুবলীগ নেতা হাজী মো: বাবলু, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্য আজাদুর রহমান, মাহবুব হোসেন, শাহরিয়ার রায়হান, নীলুফা বেগম, শফিকুল ইসলাম, রোমান মিয়া, শফিকুল ইসলাম, এমদাদ হোসেন, সালাহ্ উদ্দিন, কৃষ্ণা রাণী চৌধুরী প্রমুখ। গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহবায়ক আলী হোসেন ও সদস্য সচিব আবুল হোসেনের নেতৃত্বে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ও জামায়াত বিএনপির নৈরাজ্য প্রতিহত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।