
ডেইলি গাজীপুর প্রতিবেদক: টঙ্গীতে বঙ্গবন্ধু সৈনিক লীগ গাজীপুর জেলা শাখার উদ্যোগে কর্মী সভা রোববার টঙ্গীর চেরাগআলী মোল্লা প্লাজায় সানাই কমিউনিটি সেন্টার মিলনায়তনে গাজীপুর জেলা শাখার সভাপতি ডা: মো: আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশারের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: ওয়াদুদ মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীস্থ বৃহত্তর নোয়াখালী ঐক্য পষিদের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা মো: দেলোয়ার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সুমন, ধর্ম বিষয়ক সম্পাদক নাজমুল হুদা, মুন্সীগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন মাঝি, কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিলা খানম বিথী, গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাপ্পি, দেওয়ান শামিমুল ইসলাম, সহ-সভাপতি সারোয়ার হোসেন, ডা: কুদ্দুস মিয়া, সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক কাজল মিয়া, মহিলা সম্পাদিকা আমিনা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, গাজীপুর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড ও থানা কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
