টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ড : আগুনে পুড়ে মাদ্রাসা শিক্ষার্থী নিহত

0
154
728×90 Banner

এস, এম, মনির হোসেন জীবন : রাজধানীর অদূরে গাজীপুরের টঙ্গীতে বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন।নিহত শিশুর নাম আব্দুর রহমান (৮)। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনে পুএ। মৃত আব্দুর রহমান টঙ্গী আল কাউসার তাহমিজুল কোরআন মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী।আজ গাজীপুরের টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ আগুনে পুড়ে এক শিশু মারা যাবার বিষয়টি নিশ্চিত করেছেন।আজ শুক্রবার বিকেলে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকায় সাদেক আহমেদের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।এদিকে, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টঙ্গী স্টেশনের কর্মকর্তা ইকবাল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে ৩টা ৪০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার পাগার এলাকার সাদেক আহমেদের টিনশেড বাড়িতে অগ্নিকান্ডের সূএপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিভিয়ে ফেলেন। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ওই ঘরের খাটের নিচ থেকে পুড়ে যাওয়া আব্দুর রহমানের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।আজ রাতে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ বিষয়টি স্বীকার করে জানান, নিহত ওই শিশুর মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here