
ডেইলি গাজীপুর প্রতিবেদক: ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা, পুর্নবাসন ছাড়া বস্তি উচ্ছেদ চলবে না,’এ স্লোগানকে সামনে রেখে টঙ্গীর কাঠালদিয়া বস্তি উচ্ছেদের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে স্থানীয় দেওড়া এলাকায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন আসকর আলী, মফিজ উদ্দিন, অহিদুল ইসলাম, সাইফুল মিয়া, সফিউল্ল্যাহ, আনোয়ারা বেগম, রেহেনা বেগম, সখিনা বেগম, কুলসুম আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, কাঠালদিয়া বস্তিতে বিগত ৪০ বছর যাবত হাজার হাজার খেটে খাওয়া নিরীহ মানুষ বসবাস করে আসছে। কিন্তু ৫৩ ওয়ার্ডের সাবেক কমিশনার এবং চাঞ্চল্যকর শিমুল হত্যা মামলার প্রধান আসামী সেলিম মিয়া, তার ছোট ভাই নূর মোহাম্মদ মামুনসহ এলাকার একটি কুচক্রিমহল বস্তিবাসীকে জোরপূর্বক বিতাড়িত করতে উঠেপড়ে লেগেছে। তারা এলাকার চিহ্নিত খুনী, মাস্তান ও পুলিশের ভয় দেখিয়ে বস্তিবাসীকে বস্তি থেকে উচ্ছেদের পায়তারা করছে।
