টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঝাড়ু মিছিল

0
246
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: মঙ্গলবার দুপুরে টঙ্গীতে বস্তিবাসীরা ক্ষতিপূরণ ছাড়া বস্তি উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে এক ঝাড়ু বিক্ষোভ মিছিল বের করে। ঝাড়ু বিক্ষোভ মিছিলটি টঙ্গীর রাজপথ প্রদক্ষিণ শেষে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে এক সমাবেশে মিলিত হয়। বস্তিবাসীর পক্ষে বস্তি নেতা তানিয়া ও আলামিন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, একটি মহল সরকার থেকে বস্তির জায়গা লীজে এনে বস্তিবাসীদের বিনা ক্ষতিপূরণে উচ্ছেদ করার পায়তারা করছে। ইতিমধ্যে ওই মহলটি বস্তি উচ্ছেদে লোক লস্কর নিয়ে বস্তিতে কয়েকবার হানা দেয়। বস্তিবাসীর প্রতিরোধের মুখে উচ্ছেদকারীরা পালিয়ে গেলেও তারা বস্তি নিয়ন্ত্রণে নিতে সারাক্ষণ একের পর এক তৎপরতা চালিয়ে যাচ্ছে। উপযুক্ত ক্ষতিপূরণ ছাড়া বস্তি ছাড়া হবে না বলে সমাবেশে ঘোষণা দেয়া হয়। বক্তারা আরো বলেন, জান দিবো তো ক্ষতিপূরণ ছাড়া বস্তি ছাড়বো না। এদিকে টঙ্গীর কাঁঠালদিয়া, জিন্নাত, নামাবাজার, কলাবাগান, বেঙ্গল ও কড়ইতলা বস্তি নিয়ন্ত্রণে নিতে পাল্টা সভা সমাবেশ চালিয়ে যাচ্ছে বস্তি উচ্ছেদ চেষ্টাকারী দল। এমন পরিস্থিতিতে বস্তিগুলোতে যে কোন সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন বস্তিবাসীর বসতির দিকে কড়া নজর রাখছেন। উল্লেখ্য করা যেতে পারে, টঙ্গীতে ছোট-বড় মিলিয়ে ১৯ টি বস্তি রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here